আজ ফজরের ওয়াক্ত শুরু ও শেষ

আজ ফজরের ওয়াক্ত শুরু ও শেষ এর সময় টা অনেকেই জানতে চান । তাই এই পেজে আপনাদের জানাবো প্রতিদিনের ফজরের ওয়াক্ত শুরু ও শেষ এর সময় । নিচে আজকের ফজরের নামাজের শুরু ও শেষ সময় দেয়া আছে ।

ফজরের ওয়াক্ত শুরু হয় কখন ?

ফজরের ওয়াক্ত বা ফজরের সময় শুরু হয় সুবহ সাদিক এ । অর্থাৎ যখন সূর্যোদয়ের আগে দিগন্তে প্রথম আলো দেখা যায় সেইটাই হলো সুবহ সাদিক। ফজরের নামাজ তখন থেকেই পড়া যায় ।

সুবহ সাদিক বা দিগন্তে প্রথম আলো স্থান ও সময় ভেদে আলাদা আলাদা হয় । ফজরের নাজাম শুরুর সময় ও স্থান ও সময় ভেদে আলাদা ।

Fajr salah image without extra light inside and no shine light in front in a simple mosque
Fajr salah in a simple mosque

ফজরের ওয়াক্ত শেষ হয় কখন ?

ফজরের সালাত (ফজরের নামাজ) এর সময় সূর্যোদয়ের সাথে সাথে শেষ হয়। ফজরের আযান (নামাজের আযান) এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময় হলো ফজর এর নামাজ আদায় করার সময়। সূর্য উদিত হওয়ার পর ফজরের সালাতের সময় শেষ হয়ে যায় । এবং সূর্য ওঠার সময়ের সালাত আদায় করা নিষেধ

তাহলে বোঝা গেলো ফজরের ওয়াক্ত শেষ হয় সূর্যোদয়ের ঠিক আগ মুহুর্তে

আজকের ফজরের নামাজ শুরু হবে 4:11 am টায় এবং শেষ হবে সূর্যদয়ের ঠিক আগে । আজকের সূর্যদয়ের সময় 5:28 am

সময় টি ঢাকার জন্য প্রযোজ্য, আপনি ঢাকার বাইরে হলে দেখে নিজ শহরের নামাজের সময় । এখান থেকে আপনি আপনার থানার ও নামাজের ওয়াক্ত গুলো দেখে নিতে পারবেন ।

আর নিচে আজ সারা দিনের নামাজের সময় দেওয়া হলো ।

সারা দিনের নামাজের সময়

April 25, 2025

25 Shawwal 1446

Asr Iqamah

3:26 pm

3:00 Minutes
PrayerFajrSunriseJumuahAsrMaghribIsha
Begins4:10 am5:29 am11:56 am3:23 pm6:24 pm7:44 pm
Iqamah4:12 am11:59 am3:26 pm6:27 pm7:47 pm